গাজায় নতুন দুই ব্রিগেড সেনা পাঠাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

  • গাজার শেষ নিরাপদস্থল রাফাহতে অল্প কিছুদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েলি সেনারা

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে বুধবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতির কথা বলা হয়েছে। ওই বিবৃতি অনুযায়ী ১৪৬ নম্বর রিজার্ভ ব্রিগেড এবং ৬৭৯ নম্বর রিজার্ভ ব্রিগেডের সেনাদের উত্তর ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে গাজা উপত্যকা পর্যন্ত মোতায়েন করা হবে।

ইসরায়েলের সেনাবাহিনীর একটি ব্রিগেডে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার সেনা থাকে।

গাজায় কেন নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানো হবে সেটি স্পষ্ট করে জানায়নি দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

তবে এমন সময় নতুন করে সেনা পাঠানোর ঘোষণা আসল যখন শোনা যাচ্ছে যে, গাজার শেষ নিরাপদস্থল রাফাহতে অল্প কিছুদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েলি সেনারা।

বর্তমানে রাফাহতে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি অবস্থান করছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত