গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেছে গাজার বিপুলসংখ্যক স্থাপনা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় উপত্যকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

গাজা উপত্যকায় প্রায় পাঁচ মাস ধরে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজারে।

এ সময়ে ইসরায়েলি বাহিনীর হাতে আহত হয়েছেন কমপক্ষে ৭০ হাজার ৩২৫ ফিলিস্তিনি।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা বৃহস্পতিবার এসব তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৯ হাজার ৯৫৪।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায় গাজার শাসক দল হামাস। ওই হামলায় নিহত হন ১ হাজার ১৩৯ ইসরায়েলি।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তী সময়ে স্থল অভিযানও শুরু করে দেশটি।

ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেছে গাজার বিপুলসংখ্যক স্থাপনা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় উপত্যকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

গাজায় আল জাজিরার এক প্রতিবেদক জানান, উপত্যকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল, যাতে অনেকেই হতাহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির সর্বশেষ খবরে বলা হয়, নুসেইরাত, বুরেইজ ও খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা ও গোলায় কমপক্ষে ৩০ জন নিহত হন।

এমন বাস্তবতায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিল্ড্রেন বলেছে, গাজায় ধীরগতিতে গণহারে শিশুদের হত্যা দেখছে বিশ্ব।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত