* নতুন কেউ কি পেতে যাচ্ছেন রাজ পরিবারের দায়িত্ব!
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৭৫ বছর বয়সী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, সেটি স্পষ্ট করা হয়নি।
কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস?
রাজা চার্লস প্রোস্টেটের ক্যান্সারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার “নিয়মিত চিকিৎসা” শুরু হয়েছে।
“রাজা চিকিৎসা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার অপেক্ষায় আছেন।”
নতুন ব্রিটিশ রাজপুত্রের নাম ‘আর্চি’নতুন ব্রিটিশ রাজপুত্রের নাম ‘আর্চি’
বিবৃতিতে আরও বলা হয়, “এই পুরো সময়জুড়ে, মহামান্য যথারীতি রাষ্ট্রীয় ব্যবসা এবং অফিসিয়াল কাগজপত্রের কাজ চালিয়ে যাবেন।”
তবে প্রকাশ্যে যেসব আনুষ্ঠানিকতায় রাজা অংশগ্রহণ করে থাকেন, সেগুলো আপাতত স্থগিত থাকবে এবং তার চিকিৎসার সময়টাতে রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তার হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
কবে থেকে অসুস্থ রাজা চার্লস?
এ বছরের শুরুতেই চার্লসের অসুস্থতার কথা জানানো হয়। বলা হয়, প্রোস্টেটের জন্য চিকিৎসা নিচ্ছেন তিনি। এজন্য তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন।
যুক্তরাজ্যে পঞ্চাশোর্ধ্ব হাজারো পুরুষের প্রোস্টেটের সমস্যায় ভোগেন। জনস্বাস্থ্যের পরামর্শের কথা ভেবে অন্যদের চিকিৎসায় উদ্বুদ্ধ করতে রাজা তার অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেন।
চার্লস দায়িত্বে অপারগ হলে বিকল্প কী?
আপাতত চার্লসের বিকল্প ভাবা হচ্ছে না। তবে চার্লস যদি অপারগ হন সেজন্য সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। এজন্য ব্রিটিশ রাজপরিবার কর্তৃক অনুদানের একটি ফর্ম লেটার পেটেন্টের মাধ্যমে রাজার পক্ষে কাজ করার জন্য রাষ্ট্রের দুইজন কাউন্সেলর নিয়োগ করা যেতে পারে।
ওই চিঠির মাধ্যমে তারা প্রিভি কাউন্সিলের সভায় যোগদান, রুটিন নথিতে সই করা এবং নতুন রাষ্ট্রদূত গ্রহণসহ রাজার বেশিরভাগ অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য অনুমোদিত হবেন। যদিও রাজার অনুরোধ ছাড়া প্রধানমন্ত্রী নিয়োগ বা সংসদ ভেঙে দিতে পারবেন না তারা।
আইন অনুসারে, রাজ্যের পরামর্শদাতারা রাজার স্ত্রী ও ২১ বছরের বেশি বয়সের উত্তরাধিকারী সারির পরবর্তী চার ব্যক্তির থেকে দুইজন এই দায়িত্ব পাবেন।
বর্তমানে, সিংহাসনের উত্তরাধিকারের প্রাথমিক আদেশে ২৪ জন আছেন। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ই রয়েছে।
কীভাবে সংসার চালান হ্যারি-মেগানকীভাবে সংসার চালান হ্যারি-মেগান
এরমধ্যে শীর্ষে রয়েছেন, চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানা বড় ছেলে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম, তার তিন সন্তান, প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই। এরমধ্যে লুই সবচেয়ে এগিয়ে। কারণ ২০১৮ সালে লুই যখন জন্মগ্রহণ করেন, তখন আগের যুগের শাসন বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ তালিকায় এরপরে রয়েছে চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি, যিনি রাজকীয় দায়িত্ব পরিত্যাগ করেছেন। তবে সিংহাসনের দাবিদারদের মধ্যে তিনিও আছেন। তাদের পরে আসে চার্লসের ছোট ভাই রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্র প্রিন্স অ্যান্ড্রু এবং তার সন্তানরা- প্রিন্সেস বিট্রিস এবং ইউজেনি।
২১ বছরের কম বয়সীদের মধ্যে সিংহাসনে বসার পরের চারজন হলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্সেস বিট্রিস, যিনি অ্যান্ড্রুর বড় মেয়ে। যদিও অ্যান্ড্রুর রাজপ্রাসাদে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
চার্লসের পক্ষে রাজকীয় কাজ চালানোর দায়িত্ব পাবেন কে?
রাজপরিবারের ভাষ্যকার রিচার্ড ফিটজউইলিয়ামসের মতে, চার্লসের ভাষ্য জনসমক্ষে জানানোর দায়িত্ব পেতে পারেন ওয়েলসের প্রিন্স ও রানি ক্যামিলা।
তবে আপাতত রাজা রাষ্ট্রীয় ব্যবসা ও অফিসিয়াল কাগজপত্রসহ তার সাংবিধানিক দায়িত্ব পালন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ফিটজ উইলিয়ামস আল জাজিরাকে বলেছেন, “ওয়েলসের যুবরাজ তার প্রথম দায়িত্ব পালন করবেন ৭ ফেব্রুয়ারি। বুধবার, উইলিয়াম লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটি গালা ডিনারে যোগ দেবেন। সেই দিনের শুরুতে তিনি উইন্ডসর ক্যাসলে একটি তদন্তও করবেন।”
ওয়েলসের রাজপুত্র ও সিংহাসনের উত্তরাধিকারী ৪১ বছরের উইলিয়াম তার স্ত্রী ক্যাথরিনের অস্ত্রোপচারের পর তাদের তিন সন্তানের দেখাশোনায় সাহায্য করতে সব দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন।
রাজা চার্লসের কি অন্যান্য স্বাস্থ্য সমস্যা ছিল?
প্রস্টেটের চিকিৎসা ছাড়াও চার্লসের অন্যান্য ছোটখাটো স্বাস্থ্য সমস্যা ছিল। চার্লস দুবার কোভিডে আক্রান্ত হন। তবে কর্মকর্তারা বলেছিলেন, প্রতিবারই তার হালকা উপসর্গ ছিল। ২০২০ সালের মার্চ মাসে স্কটল্যান্ডের বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
২০০৩ সালে একটি বেসরকারি হাসপাতালে তার হার্নিয়া অপারেশন করা হয়েছিল।
ক্যান্সার কি রাজপরিবারে নতুন?
চার্লসের পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা রাজা ষষ্ঠ জর্জ ফুসফুসের ক্যান্সারে ভুগেছেন। রাজা জর্জের ভাই এডওয়ার্ড অষ্টম, গলার ক্যান্সারে ভুগেছেন।