প্রশ্ন : কয়েক বছর থেকে আমি নিয়মিত কোরবানি আদায় করছি। এর আগে কয়েক বছর কোরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও না জানার কারণে আদায় করতে পারিনি। জানার বিষয় হলো, এখন কি অনাদায়ি কোরবানিগুলো আদায় করা লাগবে এবং তা করার শরিয়তসম্মত পদ্ধতি কী?
-সাঈদ আহমদ, বিরাম, দিনাজপুর
উত্তর : কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোনো কারণে তা আদায় না করলে পরে তার কাজা করতে হয়। আর কাজা করার পদ্ধতি হলো, প্রত্যেক বছরের জন্য কোরবানিযোগ্য একটি ছাগলের মূল্য গরিবদের সদকা করতে হবে। ফাতাওয়া তাতারখানিয়া : ১৭/৪২৩।