কলম্বিয়ার সঙ্গে ড্রয়ে শেষ আটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

কলম্বিয়াকে হারাতো পারেনি ব্রাজিল। ১-১ গোলে শেষ হয়েছে লড়াই। কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাফিনিয়ার দুর্দান্ত এক ফ্রি-কি থেকে লিড নিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। তাতে ‘ডি’ গ্রুপ থেকে রানারআপ হয়ে ৩৪তম বারের মতো শেষ আটের টিকিট কেটেছে দোরিভাল জুনিয়রের শিষ্যরা।

বুধবার ( ৩ জুলাই) বাংলাদেশ সময় বুধবার সকালে ১-১ গোলে ড্র হয়েছে কলম্বিয়া ও ব্রাজিলের লড়াই। ‘ডি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া মাঠে নেমেছিল টানা ২৫ ম্যাচ আর ২ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বেও এই দলের কাছেই ২-১ গোলের হার সইতে হয়েছিল সেলেসাওদের। তবে এরপর কোচের বদল হয়েছে, ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু কলম্বিয়াকে হারানো হয়নি আর।

ক‍্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে অসংখ‍্য ফাউলে শুরু হওয়া ম‍্যাচটিতে ১২তম মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ব্রাজিল। ভার্গাস লাফ দিয়ে হাত লাগিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি, চুমু খেয়ে জালে ঠাঁই নেয় ঝোরো গতির বল।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। পুরো প্রথমার্ধে চাপের মুখে রাখে ব্রাজিলকে। এর মধ্যে ১৯তম মিনিটে রদ্রিগেসের ফ্রি কিকে নিখুঁত হেডে জালে বল পাঠিয়ে সমতায় ফিরিয়েছিলেন দাভিনসন সানচেস। তবে অফসাইডে গোলটি বাতিল হওয়ায় তা আর হয়নি।

তবে সমতায় ফিরতে সময় নেয় দলটি প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিট পর্যন্ত। সুযোগ আর হাতছাড়া করেননি দানিয়েল মুনিয়োস। হন কর্দোবার রক্ষণচেরা পাসে ঠান্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন ক্রিস্টাল প‍্যালেসের এই রাইট ব‍্যাক।

দ্বিতীয়ার্ধেও ভালো সুযোগ পায় কলম্বিয়া। ৫১তম মিনিটে রদ্রিগেসের কর্নারের সবার চেয়ে উঁচুতে লাফিয়ে হেড করেও একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি কর্দোবা। এর আট মিনিট পর ফ্রি কিক থেকে একটুর জন‍্য গোল মিস করেন রাফিনিয়া। ৬৯তম মিনিটে রদ্রিগেসের ক্রসে কর্দোবার হেড ঠেকিয়ে দেন আলিসন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মন্থর হতে থাকে দুই দলের খেলা। তবে শেষ বাঁশি বাজার পর ম‍্যাচজুড়ে রেফারির বেশ কিছু সিদ্ধান্তের অসন্তোষে উত্তেজিতই দেখা গেল ব্রাজিল কোচকে। হওয়াটাই স্বাভাবিক। পুরো ম্যাচে সুবিধা করতে না পারা ব্রাজিল তখনই সম্ভাবনা দেখিয়েছিল ম্যাচে ফেরার। আরেকটা আক্রমণ পেতেই পারত তারা। কিন্তু রেফারির বাঁশিতে শেষ হলো ম্যাচ।

তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে নক আউট নিশ্চিত করলো নয়বারের চ্যাম্পিয়নরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উরুগুয়ে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত