কবে রোজা শুরু, জানা যাবে আজ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

দেশে রমজান মাস কবে থেকে শুরু তা নির্ধারণ করতে আজ সোমবার বসছে চাঁদ দেখা কমিটির বৈঠক। আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে রোজা।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে‌ এই বৈঠকে জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। তাহলে আজ সন্ধ্যায় তারাবি পড়বেন ও শেষ রাতে সাহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

এদিকে, সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে রোজা। সাধারণত সৌদির একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত