ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়ার গ্যারাকাড উপকূলের ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো থেকে পাওয়া তথ্যের বরাতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে জাহাজটি গ্যারাকাড উপকূল থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। বেলা পৌনে একটার দিকে এটি উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা একটার দিকে ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। সশস্ত্র জলদস্যুরা মাত্র ১৫ মিনিটে ২৩ নাবিককে জিম্মি করে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর পর সোমালিয়া উপকূলের দিকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার দুপুরের দিকে ওরা সেখানে পৌঁছালো।