রবিবার দুপুরে মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার সেল এসে পড়ে বাংলাদেশের বসতবাড়িতে। এতে দুইজন নিহত হন। এর একদিন না পেরোতেই ফের বাংলাদেশের ভেতরে এসে পড়লো ট্যাংক বিধ্বংসী গ্রেনেড।
মঙ্গলবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পেছনে গ্রেনেড এসে পড়ে এন্টি ট্যাংক গ্রেনেড। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, আজ সকালে একটি গ্রেনেড স্কুলে পেছনের খালি জায়গায় এসে পড়ে। পরে সেটি বিজিবি উদ্ধার করে নিয়ে যায়।