চট্টগ্রামে নগরে এবার খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে ফিশারিঘাট খালে এই ঘটনা ঘটে। গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিকেল ৫ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ সুত্র জানায়, প্রথমে এক শিশু খালে পড়ে পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়।
নগরের লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
এর আগে গত রবিবার সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদ এলাকার নাসির খাল থেকে জসিম উদ্দিন নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।