ঈদের আগেই মামুনুল হকের মুক্তি চাইলেন হেফাজত মহাসচিব

হাটহাজারী প্রতিনিধি

ঈদের আগেই মামুনুল হকের নিঃশর্ত মুক্তি চাইলেন দেশের কওমিপন্থি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

জামিন পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার- এমন দাবি করে মহাসচিব বলেন, একজন জ্যেষ্ঠ নাগরিককে জামিন না দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখা দেশে বিচারহীনতার প্রমাণ বহন করে। বিচারহীনতার এই ধারাবাহিকতা আর চলতে দেওয়া যায় না। মাওলানা মামুনুল হক দেশের একজন বিশিষ্ট আলেমদ্বীন। ২০২১ সালের ১৮ এপ্রিল তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এখনো তিনি কারাবন্দি হয়ে আছেন। আমরা ঈদের আগেই মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

পবিত্র রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার হেফাজতে ইসলাম সৌদি আরব মদিনা মুনাওয়ারা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মদিনা মুনাওয়ারা শাখার আমির মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব বলেন, দেশের জনগণ আজ স্বাধীনতার নাগরিক সব সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না। পূজা-পার্বণ, গান-বাজনা ও সভ্যতাবিরোধী অপসাংস্কৃতিক অনুষ্ঠানের দেদার অনুমতি মিললেও দেশে আজ ইফতার মাহফিলের স্বাধীনতা পাওয়া যায় না। এটি কখনোই মহান স্বাধীনতার প্রকৃত চেতনা হতে পারে না।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- হেফাজত কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা আব্দুল জলিল, মাওলানা ফারুক আহমাদ ও মাওলানা ইরফান বিন কাসেম প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত