ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলে সীমিত আকারের হামলা হয়েছে। বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব থাকত না। গতকাল বুধবার বার্ষিক সেনা কুচকাওয়াজে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
রাইসি বলেন, এ হামলার জবাবে ইসরায়েল যদি ‘ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়, তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর। ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন রাইসি এ হুংকার দিলেন।
এদিকে সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন। এ হামলার নাম দেওয়া হয়েছে ‘ট্রু প্রমিজ’।
ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যদি পাল্টা হামলা করে তাহলে দ্রুত তার জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট রাইসির মতে, এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানো শক্তির কিছুই করার নেই।