ইরানে সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল কীভাবে আত্মরক্ষা করবে সে বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। বুধবার (১৭ এপ্রিল) জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং আনালেনা বেয়ারবককে তিনি এ কথা বলেন।
এদিন নেতানিয়াহু জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা উভয়ই চলমান গাজা যুদ্ধের মধ্যে আঞ্চলিক সংঘাত না বাড়াতে আহ্বান জানান।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি (প্রধানমন্ত্রী) ডেভিড ক্যামেরন এবং আনালেনা বেয়ারবককে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন, আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব। ইসরায়েল রাষ্ট্র হিসেবে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।
এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন বলেছিলেন, এটা স্পষ্ট ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।