ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে পশ্চিমা মিত্রদের নিষেধ সত্ত্বেও এই ‘পাল্টা হামলা’ চালায় তেল আবিব। ইতালির ক্যাপ্রিতে এই হামলা নিয়ে সরাসরি কিছু না বললেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এদিন জি-সেভেন নেতাদের বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে ইসফাহানে ইসরায়েলের হামলার কথা উল্লেখ না করেই বলেন, ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় ইসরায়েলি হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নয়। এ ছাড়া আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ সাতজন নিহত হয়। প্রাণঘাতী এই হামলার পর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান এবং তা বাস্তবায়ন করে। এরপর ফের ইরানে হামলার হুঁশিয়ারি দেয় ইসরায়েল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত