ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ভোট গণনা কিছুটা বাকি রয়েছে। তবে গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি জিতে নিয়েছেন সুবিয়ান্তো। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭২ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে গুম-খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে হাস্যরসাত্মক ভাবে উপস্থাপনের মাধ্যমে তরুণ ভোটারদের কাছে ‘কাডলি গ্রেন্ডপা’ বা ‘আদুরে দাদু’ উপাধি পেয়েছেন তিনি। এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন সুবিয়ান্তো।
দেশটির নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তাহলে তাকে রান-অফ লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন। তবে সুবিয়ান্তো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছেন।
সুবিয়ান্তো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছেন
সুবিয়ান্তো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছেন
১৯৯৮ সালে প্রেসিডেন্ট সুহার্তোর একনায়কত্বের অবসানের পর এবার দেশটিতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২০ কোটি ৫০ লাখ। ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশটিতে সরকারি ছুটি ছিল। আট লাখের বেশি কেন্দ্রে ভোট হয়েছে। ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৫৭ লাখের বেশি ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, দেশটির ভোটাররা প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় দুই লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন। তবে সবার মনোযোগ প্রেসিডেন্ট পদের দিকে।
ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। ছোট-বড় মিলিয়ে মোট ১৮ হাজার দ্বীপ আছে দেশটিতে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির হাজারো দ্বীপে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় ছয় ঘণ্টা পর। বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন এটি।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো এক দশক ধরে দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশটিকে শাসন করে আসছেন। পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করা উইদোদোকে এবার সরে দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য দেশটির অর্থনীতিতে গতিসঞ্চার।
জরিপ বলছে, দেশটির বর্তমান অর্থনৈতিক নীতিতে আস্থা রয়েছে অধিকাংশ ইন্দোনেশিয়ানের। তবে তার দ্বিতীয় মেয়াদের শাসনামলে গণতন্ত্র চর্চা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।
এবারের নির্বাচনে উইদোদোর বড় ছেলে তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রাবোও সুবিয়ান্তোর রানিং পার্টনার হয়েছেন। এর মধ্য দিয়ে উইদোদোর সুবিয়ান্তোকে সমর্থন দেওয়ার ইঙ্গিত মিলেছে। নির্বাচনপূর্ব জরিপে প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ছিলেন সুবিয়ান্তো। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন গত প্রশাসনের দুই গভর্নর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদান।