ইউসিবিএলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

নগরের নিউমার্কেট এলাকার নন্দনকাননে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টার দিকে।

ঘটনাস্থলে থাকা এক ফায়ার সার্ভিসের কর্মী জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

এদিকে, আগুন লাগার পরপরই রাইফেল ক্লাব মার্কেট ও বৈদ্যুতিক সরঞ্জামের মার্কেটের দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাইফেল ক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার বলেন, ‘বন্ধের দিন হিসেবে ব্যাংক পুরোপুরি তালাবদ্ধ ছিল। বিদ্যুতের শর্ট সার্কিট ছাড়া এক্ষেত্রে অগ্নিকাণ্ডের আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আগুন ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখনো ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া আসছে। কোথায় থেকে এই ধোঁয়া আসছে তা সনাক্তকরণে চেষ্টা করছি আমরা।’

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত