আমাদের দৃষ্টি দেশের সমুদ্র অঞ্চলে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অনুষ্ঠানে ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বলেন, ‘স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টি দেশের সমুদ্র অঞ্চলের দিকে। সমুদপথে আমাদের শতকরা ৯০ ভাগ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে। সুনীল অর্থনীতির বিশাল ভান্ডার মজুত রয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদ অন্বেষণ ও আহরণ এবং সংরক্ষণ, এটা আমাদের দায়িত্ব।’

স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দৃষ্টি দেশের সমুদ্র অঞ্চলে।

রাজধানীর আগাঁরগাওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের সদরদপ্তরে বাহিনীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বলেন, ‘স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টি দেশের সমুদ্র অঞ্চলের দিকে। সমুদপথে আমাদের শতকরা ৯০ ভাগ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে। সুনীল অর্থনীতির বিশাল ভান্ডার মজুত রয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদ অন্বেষণ ও আহরণ এবং সংরক্ষণ, এটা আমাদের দায়িত্ব।

‘এই সমুদ্রসীমায় আমাদের যে বিশাল সম্পদ রয়েছে, সেই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতিতে কাজে লাগে, সে জন্য ব্লু ইকোনমি বাস্তবায়ন আমরা করে যাচ্ছি।’

সমুদ্রকেন্দ্রিক গবেষণায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তা ছাড়া সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমরা প্রতিষ্ঠা করেছি। গবেষণাটা একান্তভাবে দরকার। গবেষণার জন্য একটা জাহাজেরও আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা ছোট একটা জাহাজ নিয়েছি। সেটা শুধু মৎস্য গবেষণায়, কিন্তু সার্বিক সমুদ্র গবেষণার বিষয়ে জাহাজ কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।’

দেশের পর্যটন শিল্পের বিকাশ নিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা হচ্ছে। কারণ আমাদের রয়েছে বিশাল…আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই ধরনের সমুদ্র সৈকত, এত দীর্ঘ সমুদ্র সৈকত, যেটা বালুকাময়, এ রকম পৃথিবীর কোনো দেশেই নাই। শুধু আমাদের দেশেই আছে।

‘৮০ মাইল বালুকাময় সমুদ্র সৈকত আমাদের। সেটাকে আরও ব্যাপকভাবে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আরও উন্নত করা, আরও আকর্ষণীয় করা এবং বাংলাদেশটা, আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন, যেখানে আমরা প্রাচ্য-পাশ্চাত্যের একটা সেতুবন্ধ রচনা করতে পারি। সেইভাবেই আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই।’

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত