আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারকে সহায়তা দিলেন টিমআলমখান

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলাধীন ৩নং রায়পুর ইউনিয়নের (১নং ওয়ার্ড) উত্তর পরুয়া পাড়া বড় হুজুরের বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন টিমআলমখান।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান। এসময় তাদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনটি।

টিমআলমখান
টিমআলমখান

টিম লিডার মুহাম্মদ আলম খান বলেন, আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য সহায়তা নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুহাম্মদ সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ খালেদ, রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ হেলাল, রায়পুর ইউনিয়ন বিএনপি নেতা তসলিম উদ্দীন, রায়পুর ইউনিয়ন যুবদল নেতা লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ তালুকদার, মোহাম্মদ ফারুক হোসন, ডাঃ নিজাম উদ্দীন, মোহাম্মদ রুবেল, জানি আলম, মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত