বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশ থেকে লাখো কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে। ব্যাংক শূন্য হচ্ছে, রাজকোষ শূন্য হচ্ছে। আমরা দু’জনের কথা শুনেছি। এরকম আরও যারা সরকারকে নানাভাবে সাহায্য করেছে, গুম-খুন ও নানা অত্যাচারে লিপ্ত থেকেছে তাদের কাহিনী তো আমরা জানি না। তবে কথাগুলো মানুষের কাছে আছে।’
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় ‘জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘দেশ থেকে লাখো কোটি টাকা পাচার হচ্ছে। লুট হচ্ছে, ব্যাংক শূন্য হচ্ছে, রাজকোষ শূন্য হচ্ছে। আমরা তো শুধু দু’জনের কথা শুনেছি- সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধান।
‘এ দুজনের যে রূপকথার কাহিনী শুনেছি, এরকম আরও যারা সরকারকে নানাভাবে সাহায্য করেছে, গুম-খুন ও নানা অত্যাচারে লিপ্ত থেকেছে তাদের কাহিনী তো আমরা জানি না। তবে আমরা না জানলেও কথাগুলো মানুষের কাছে আছে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।