আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার জামিন পেলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. সালাউদ্দিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তিনি আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন।

সূত্র জানায়, ১২ মে মামলার পরবর্তী কার্যক্রমের সময় নির্ধারণ করেছেন আদালত। ৭ জানুয়ারি নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে ওই এমপির বিরুদ্ধে মামলা করেন ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত