- আসন্ন রমজান মাসের আগেই দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে খুব শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এনবিসির এক অনুষ্ঠান শেষে, নিউইয়র্কে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী প্রচারের কাজে নিউইয়র্ক সফরে ছিলেন জো বাইডেন। এক অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা তার কাছে জানতে চান, ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা কোন অবস্থায় আছে এবং কবে নাগাদ এটি কার্যকর হতে পারে।
এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, “আমার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আমাকে জানিয়েছেন, আমরা গাজায় পরবর্তী একটি যুদ্ধবিরতির বেশ কাছাকাছি রয়েছি। আশা করছি আগামী সোমবারের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসবে।”
এর আগে, গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠক করেন। সেই বৈঠক শেষে কাতারের রাজধানী দোহায় হামাস এবং ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মিসর ও কাতারের কর্মকর্তারা। সেই আলোচনার পর মিসরের একাধিক সংবাদমাধ্যম জানায়, আসন্ন রমজান মাসের আগেই দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “মিসর ও কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে আলোচনা হয়েছে, তাতে বেশ অগ্রগতি হয়েছে।” গত কয়েকদিনের মধ্যে এ অগ্রগতিকে উল্লেখজনক বলে উল্লেখ করেন তিনি।