আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

একুশে স্পোর্টস

  • নারী দলের ১১ জনের মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ার
  • পুরুষদের একাদশের ৬ জনই ভারতের

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা নারী একাদশ প্রকাশ করে আইসিসি। এতে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। ১১ জনের মধ্যে পাঁচজনই অজি।

উপমহাদেশ থেকে নাহিদার পাশাপাশি শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু রয়েছেন বর্ষসেরার দলে। নিউজিল্যান্ডের দুজন ছাড়াও একজন করে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন এ তালিকায়।

২০২৩ সালে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ওয়ানডে সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন নাহিদা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হলে সুপার ওভারে বোলিং করতে এসে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন নাহিদা। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন ৩টি। ভারতের বিপক্ষে সিরিজেও ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল
ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আথাপাত্তু (অধিনায়ক, শ্রীলঙ্কা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কার (নিউজিল্যান্ড), বেথ মুনি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডেনার (অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড) ও নাহিদা আক্তার (বাংলাদেশ)।

নারী ওয়ানডে দলের পাশাপাশি বর্ষসেরা পুরুষ ওয়ানডে দলও ঘোষণা করেছে আইসিসি। যেখানে দাপট ভারতীয় ক্রিকেটারদের। একাদশে ভারতের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার আছেন।

ওপেনিংয়ের রোহিত শর্মার সঙ্গে আছেন শুবমান গিল। এছাড়া আছেন বিরাট কোহলি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। গত বছর ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার দুজন জায়গা পেয়েছেন একাদশে-বিশ্বকাপ ফাইনালে শতক করা ট্রাভিস হেড ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকায় আছেন দুজন-হাইনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ড্যারিল মিচেল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত