বেঙ্গালুরুর টপ অর্ডারের চার ব্যাটার ডু প্লেসি, পাতিদার, কোহলি, গ্রিনের উইকেট পান তিনি।
আইপিএলে খেলতে গিয়ে প্রথম ম্যাচে একে একে চারটি উইকেট নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। দুই ওভার বল করে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি-ডু প্লেসি জুটির ভয়ংকর রুপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয় বলেই ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন ফাফ।
নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিজ। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত।
দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পর মোস্তাফিজকে বোলিং থেকে সরিয়ে নিয়েছিলেন রুতুরাজ।
এরপর ইনিংসের ১২তম ওভারে তাকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে।
শুরু থেকে শঙ্কা ছিল হয়তো দলেই সুযোগ পাবেন না মোস্তাফিজ। তবে মাতিশা পাতিরানার চোটে পড়লে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পান মোস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন বাংলাদেশের পেসার।