অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নেয়ার’। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে দিয়েছিল। ভারতীয় প্লটে নির্মিত সিনেমাটিতে ভারতীয় অনেক অভিনয়শিল্পীও অভিনয় করেছেন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অনিল কাপুর।
সিনেমাটির জন্য অস্কারের মঞ্চেও প্রশংসিত হয়েছেন অনিল কাপুর। তবে অনেকেই হয়তো জানেন না, এই চরিত্রটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে তিনি তা ফিরিয়ে দেন।
সম্প্রতি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪-এ উঠে আসে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ প্রসঙ্গ।
তখন শাহরুখ জানান, হলিউড থেকে ড্যানি বয়েল তাঁকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি এই ভূমিকা প্রত্যাখ্যান করেন এবং এটি শেষ পর্যন্ত অনিল কাপুরের কাছে যায়। সে সময় শাহরুখ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছিলেন। তাই অনুষ্ঠানটি সম্পর্কে নিজের নেগেটিভ ইমেজ গড়তে চাননি কিং খান। যার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন।
শাহরুখ বলেন, ‘আমি মিস্টার বয়েলের সাথে অনেক সময় কাটিয়েছি। তিনি খুব মিষ্টি একজন মানুষ। তিনি আমাকে স্লামডগ মিলিয়নেয়ারে সঞ্চালকের ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি সেই সময়ে সফলভাবে টেলিভিশনে হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নেয়ার (কৌন বনেগা ক্রোড়পতি) করছিলাম এবং সিনেমাতে যে গল্পটি বলা হয়েছিল তাতে দেখানো হয়েছে, যে লোকটি সঞ্চালনা করছিল সে খুব খারাপ ব্যক্তিত্বের।
সিনেমার গল্পে দেখা যাবে যে আমি প্রতারণা করছি এবং সঞ্চালক হিসেবে অসৎ ব্যক্তিত্বের একজন। তাই আমি মি. বয়েলকে বুঝিয়ে বলেছিলাম যে আমি এটা করতে চাই না। আমার চেয়ে অনেক ভালো অভিনেতা আছে। এরপর অনিল কাপুর এটি করেছিলেন এবং তিনি সঞ্চালক হিসেবে দুর্দান্ত করেছেন।’
শাহরুখকে সামনে দেখা যাবে সুজয় ঘোষের একটি চলচ্চিত্রে। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন শাহরুখকন্যা সুহানা খান। শাহরুখ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া সম্প্রতি নিজের আসন্ন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। জানিয়েছেন, আগামী বছর মার্চ-এপ্রিলেই নিজের পরবর্তী চলচ্চিত্রের শুটিং করবেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিনেতা উল্লেখ করেছেন, আসন্ন চলচ্চিত্রে তাঁর ভূমিকা তাঁর বয়সের জন্য উপযুক্ত হবে। তবে সিনেমাটির নাম এখনো ঘোষণা হয়নি।