ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনের অভিষেক হতে যাচ্ছে এবার বড় পর্দায়। দীর্ঘদিন ধরেই ভক্তরা চলচ্চিত্রে দেখার অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার পালার অবসান ঘটলো। বিগস্ক্রিনে আসছেন মেহজাবীন।
জানা গেছে, তার প্রথম সিনেমার নাম। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে ‘সাবা’।
সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা যায় এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ঘোষণা দিয়ে মেহজাবীন বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।
চলচ্চিত্রটি নিয়ে অভিনেত্রী বলেন, ২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।
সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন মেহজাবীন। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে।