এক প্রশ্নের জবাবে কাদের সাংবাদিকদের বলেন, ‘কোনো ব্যক্তি যত প্রভাবশালীই হোক, অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে, প্রশ্ন থেকে যায় যে, সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম, অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনার সরকারের সেই সৎসাহস আছে।’
অপরাধী যত প্রভাবশালীই হোক, সরকার তাকে সুরক্ষা দেবে না বলে শুক্রবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর গত সোমবার নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে বৃহস্পতিবার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এমন বাস্তবতায় এক প্রশ্নের জবাবে কাদের সাংবাদিকদের বলেন, ‘কোনো ব্যক্তি যত প্রভাবশালীই হোক, অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে, প্রশ্ন থেকে যায় যে, সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম, অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনার সরকারের সেই সৎসাহস আছে।
‘অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রটেকশন দিতে যাব না। তিনি সাবেক আইজিপি হোন আর সাবেক সেনাপ্রধান হোন।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে, তাকে শাস্তির কাছে সমর্পণ করা হবে। এতে কোনো প্রকার সরকারের কাউকে প্রটেকশন দেয়ার বিষয় নেই।’